দেখে নিন বিপিএলে বিদেশী ক্রিকেটার কে কোন দলে?

0
82

স্পোর্টস ডেস্ক: চার-ছক্কার ক্রিকেট বিপিএলে আসর ঘনিয়ে আসছে। আগামি ৪ নভেম্বর মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরই মধ্যে এর প্রস্তুুতি শুরু হয়ে গেছে। শুক্রবার ৩০ সেপ্টেম্বর অনুষ্টিত হবে খেলোয়াড় নিলাম।

তার আগেই দলগুলো বিদেশী খেলোয়াড়দের দলে ভিড়িয়ে ফেলেছেন। এক নজরে দেখে নিন কোন বিদেশী তারকা খেলোয়াড় কোন দলের হয়ে খেলবেন

কুমিল্লা  ভিক্টোরিয়ান্স: সোহেল তানভীর (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), আশহার জাইদি (পাকিস্তান), নুয়ান কুলাসেকেরা (শ্রীলংকা), থিসারা পেরেরা (শ্রীলংকা)।

চিটাগাং ভাইকিংস: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্টইন্ডিজ) শোয়েব মালিক (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলংকা), মোহাম্মদ নবী, (আফগানিস্তান)।

রংপুর রাইডার্স: শহিদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান),বাবর আজম (পাকিস্তান) দাসুন সানাকা (শ্রীলংকা) মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান) গিড্রন ডারমেইন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড জেমস গ্লেসন (ইংল্যান্ড)।

খুলনা টাইটানস: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), কেভিন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়াসেলস (ইংল্যান্ড), বিনি হাওয়েল (ইংল্যান্ড) ও মো. হাম্মদ আজগর (পাকিস্তান)।

ঢাকা ডায়নামাইটস: কুমারা সাঙ্গাকারা (শ্রীলংকা), মাহেলা জয়াবর্ধনে, (শ্রীলংকা) আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), রবি বোপারা (ইংল্যান্ড)।

বরিশাল বুলস: দিলশান মুনাবিরা (শ্রীলংকা)

রাজশাহী: ড্যারেন সামি, (ওয়েস্ট ইন্ডিজ) মোহাম্মদ সামি (পাকিস্তান)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here