দেড় মাস আগেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

0
75

স্পোর্টস ডেস্ক:: সফরের জন্য হাতে আছে এখনো দেড় মাসের মতো সময়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড অনেক আগেই দল ঘোষণা করলো। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

৩ জুলাই ঢাকায় আসবে প্রোটিয়া যুবারা। তার জন্য ২২ মে দল ঘোষণা করেছে প্রোটিয়া বোর্ড। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো সিরিজের ভেন্যু নির্ধারণ বা দল ঘোষণা কোনোটিই করেনি।

আগামি বছর অনুষ্টিত হবে আইসিসি যুব বিশ্বকাপ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যুব বিশ্বকাপের প্রস্তুুতি হিসেবেই দুই দল খেলবে এই ওয়ানডে সিরিজ। ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা।

প্রোটিয়া বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরো তিন ক্রিকেটারকে। স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজকে বেশ গুরুত্ব দিচ্ছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড:: লিয়াম অ্যাল্ডনার, বেনি হ্যানসেন, টিস্তান লুইস, এসা গাঙ্গাত, কুয়েনা মাফাকা, থেবে গাজাইড, দেওয়ান মারিয়াস, রোমাশান পিলে, সিফো পোটসান, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলেটসওয়ান, ডেভিড টিগার, জোনাথন ভ্যান জিল, অলিভার হোয়াইটহেড।

স্ট্যান্ডবাই: মার্টিন খুমালো, রিলে নর্টন, এনটান্ডো জুমা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here