দেম্বেলের ভূয়সী প্রশংসায় জাভি

0
75

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রোববার রাতে ওসমান দেম্বেলে নিজে একটি আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিন গোল, এই চার গোলেই প্রতিপক্ষকে ৪-০  ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

এই জয়ের পরে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে এখনো তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সা। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শেষে দেম্বেলের ভূয়সী প্রশংসা করেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেন, ‘ম্যাচে সে পাদপ্রদীপের আলোয় ছিল, কারণ সে ঝুঁকি নেয় এবং এটা অনেকটা মুদ্রার এপিঠ-ওপিঠের মত। সে দারুণ অনুপ্রাণিত ছিল। মাঠে সে সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছিল। সে এখানে (ক্লাবে) আছেই পার্থক্য গড়ে দেওয়ার জন্য এবং সে এই কাজগুলো করতে সক্ষম।’

জাভি আরো বলেন, ‘একজন উইঙ্গারের জীবনে উত্থান-পতন থাকবে। তাদের এর মধ্য দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আমি সবসময় একথাই বলেই থাকি। কোনদিন সবকিছু সঠিক ভাবে চলবে, অন্যদিন হয়তো নয়। কিন্তু এজন্য থেমে গেলে চলবে না। দেম্বেলে আজ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here