স্পোর্টস ডেস্ক:: শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়ছেন ওসমান দেম্বেলে। ফরাসি জায়ান্ট পিএসজিতে পাড়ি জমাচ্ছেন তিনি। পাঁচ বছরের জন্য এই তারকার সাথে চুক্তিতে যাচ্ছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
ইতিমধ্যে দেম্বেলের এজেন্টের সাথে পিএসজির কর্মকর্তাদের বৈঠকও হয়েছে। দেম্বেলেও মৌখিক ভাবে সম্মতি দিয়েছেন। দুই পক্ষের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে ফরাসি ক্লাবটি বার্সেলোনাকে চিঠি দিচ্ছে।
দেম্বেলেকে পেতে রিলিজ ক্লাজ হিসেবে ৫ কোটি ইউরো দিতে হচ্ছে পিএসজিকে। মেসি, সার্জিও রামোসরা চলে যাওয়ার পর থেকে ফরাসি ক্লাবটি বেকায়দায় আছে। শক্তি বাড়াতে তাই নজর দিচ্ছে অন্যান্য ক্লাবগুলোতে।
দেম্বেলে ছাড়তে বার্সাও সম্মত হয়েছে। বার্সার হয়ে ১৮৫ ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন দেম্বেলে। জিতেছেন তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ। যদিও ৬ বছরের বার্সা অধ্যায়ের অনেকটা সময় তিনি মাঠের বাইরে ছিলেন। সব মিলিয়ে দেম্বেলের বার্সা ক্যারিয়ার শেষের পথে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post