স্পোর্টস ডেস্কঃ নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। কোচ জাভি হার্নান্দেজের দল জিতেছে ২-০ ব্যবধানে। এর মাধ্যমে অপরাজিত থেকেই প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর শেষ করলো কাতালানরা।
নিউ জার্সির রেড বুল অ্যারেনায় দেম্বেলে ম্যাচের ৪০ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন। রাফিনহার বুদ্ধিদীপ্ত পাসে বক্সের ডান পাশে ফাঁকায় বল পেয়ে যান তিনি। এরপরই তিনি বুলেট গতির এক শট নেন দূরের পোস্টে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা জড়ায় জালে।
৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেমফিস ডিপাই। এর পাঁচ মিনিট আগে পাবলো টোরেকে বাজেভাবে ট্যাকেল করে লাল কার্ড পেয়ে মাঠত্যাগ করেন যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী মিডফিল্ডার ড্যানিয়েল এডেলম্যান। যে কারনে ম্যাচ শেষের আট মিনিট ১০জন নিয়েই লড়াই করতে হয়েছে স্বাগতিকদের।
এর আগে ইন্টার মিয়ামিকে ৬-০, লা লিগার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে পরাজিত করার পর ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সাথে ২-২ গোলে ড্র করেছিল জাভির শিষ্যরা।
আগামী শনিবার ক্যাম্প ন্যুতে মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করবে বার্সেলোনা। এরপর শুরু হবে লা লিগার নতুন মৌসুমের চূড়ান্ত প্রস্তুতি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০