স্পোর্টস ডেস্কঃ অ্যাসিস্টের হ্যাটট্রিক করলেন ওসমান দেম্বেলে। এই ফ্রেঞ্চ তারকার সহায়তায় গোল করলেন রবার্ত লেভানডফস্কি, সার্জিও রবার্তো ও ফেরান তোরেস। এর আগে দেম্বেলে নিজেই নাম লেখান স্কোর শিটে। লা লিগায় রোববার দলীয় নৈপূণ্যে বার্সা জিতেছে ৪-০ গোলে। অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়েছে জাভি হার্নান্দেজের দল।
ন্যু ক্যাম্পে আগের রাউন্ডে ভিয়ারিয়ালের জালে ৩ গোল দেয় বার্সা। আজ রাতে বিলবাওয়ের জালে দিল ৪ গোল। দেম্বেলে ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে দেন দলকে। লেভানডফস্কির ক্রস থেকে হেডে জাল কাঁপান এই ফরোয়ার্ড। বাঁদিকে চেষ্টা চালিয়েও বলে হাত ছোঁয়াতে পারেন নি বিলবাও গোলরক্ষক।
কাতালানরা ম্যাচের ১৮ ও ২২ মিনিটে আরো গোল করে। দেম্বেলের অ্যাসিস্ট থেকে রবার্তো গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। স্প্যানিশ এই মিডফিল্ডারের মাটি কামড়ানো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পা-য়ে লেগে দিক বদল করে জালে প্রবেশ করে।
চার মিনিট পরে একই কাজ করলেন দেম্বেলে। এবার তার অ্যাসিস্ট থেকে গোল করেন লেভানডফস্কি। দেম্বেলের পাস থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বুলেট গতির শট নেন লেভা। তার বাঁ-পায়ের শট রুখে দেওয়ার সাধ্য ছিল না গোলরক্ষকের। আসরের সর্বোচ্চ গোলদাতা লেভার গোল হলো ১১ ম্যাচে ১২টি। দ্বিতীয়ার্ধে গোলে সহায়তার হ্যাটট্রিক করেন বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক ফরোয়ার্ড দেম্বেলে।
৭৩তম মিনিটে চতুর্থ গোল পেয়ে যায় বার্সেলোনা। দেম্বেলের পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ের জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী তরেস। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০