স্পোর্টস ডেস্কঃ ২০১৭ সাল থেকে বার্সার জার্সি গায়ে দেওয়া ওসমান দেম্বেলে বদলাচ্ছেন ক্লাব। স্প্যানিশ ক্লাবটি ছেড়ে পিএসজিতে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড! ২০১৭ সালে জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে প্রায় ১৩০০ কোটি টাকায় দেম্বেলেকে নিয়ে আসে কাতালানরা। তবে এবার ছেড়ে যাচ্ছেন স্পেন। নিজ দেশ ফ্রান্সের শীর্ষ ক্লাব পিএসজিতে কিলিয়ান এমবাপের বদলি হিসেবে দেখা যাবে তাঁকে।
বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বুধবার নিশ্চিত করেন দেম্বেলের ক্লাব ছাড়ার বিষয়টি। ফ্রেঞ্চ এই ফরোয়ার্ডের চলে যাওয়াটা বেশ পোড়াচ্ছে জাভিকে। বার্সার হয়ে ১৮৫ ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন দেম্বেলে। জিতেছেন তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ। যদিও ৬ বছরের বার্সা অধ্যায়ের অনেকটা সময় তিনি মাঠের বাইরে ছিলেন। চোটের কারণে ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় খেলতে পারেন নি দেম্বেলে। একের পর এক চোট তাকে বার্সেলোনার হয়ে সেরাটা মেলে ধরতে দেয়নি। তবে স্প্যানিশ ক্লাবটি দুঃসময়ে তাঁর পাশে ছিল সব সময়।
দেম্বেলের দল বদল প্রসঙ্গে জাভি বলেন, ‘সে জানিয়েছে, তার কাছে পিএসজিতে যাওয়ার প্রস্তাব এসেছে এবং সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে সরাসরিই বলেছে, পিএসজি থেকে তার কাছে একটি প্রস্তাব এসেছে, তারা তাকে ডেকেছে এবং এখানে আমরা কিছুই করতে পারি না। এই কারণেই আজ সে খেলেনি। তার চলে যাওয়া আমাকে কষ্ট দিচ্ছে। কারণ আমি মনে করি, এখানে আমরা তার খুব ভালো যত্ন নিয়েছি যাতে সে খুশি এবং সন্তুষ্ট থাকে এবং আমাদের জন্য মাঠে পার্থক্য গড়ে দেওয়া অব্যাহত রাখে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০