নিজস্ব প্রতিবেদকঃ টানা হারের বৃত্ত ভাঙতে পারছে না সিলেট স্ট্রাইকার্স। চলতি বিপিএলে যেন দলটির কিছুতেই কিছু হচ্ছে না! চলতি আসরে টানা পঞ্চম ম্যাচে তারা পেয়েছে হারের স্বাদ। সবশেষ মঙ্গলবার রাতে ফরচুন বরিশালের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। তবে ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছে না সিলেট।
বরিশালের কাছে হারের পর সংবাদ সম্মেলনে সিলেটের ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল বলেন, ‘হ্যাঁ অবশ্যই (এক জয় পরিস্থিতি বদলে দেবে) আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা অবশ্যই হতাশ। অবশ্যই টানা পাঁচ ম্যাচ হারতে চাইনি। কেউই তা চায় না। আমরা এখন ঘুরে দাঁড়াতে চাই। আমাদের শুধু পরিকল্পনাটা ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে হবে।’
হাওয়েল আরও বলেন, ‘দল হিসেবে আমরা খুব কাছাকাছি। আমরা দল হিসেবে খুব দারুণ। সবাই বেশ ভালো বন্ধুও। আমরা অতীতে অনেক ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু এখন অনেক গড়পড়তা ক্রিকেট খেলছি। সবকিছু মেলানো যাচ্ছে না। পাঁচ ম্যাচে পাঁচ হার কখনোই আদর্শ কিছু নয়। যে কাজগুলো আমরা ভালোভাবে করছি তার সবকিছু যদি পরের ম্যাচে করে দেখাতে পারি তাহলে তা আমাদের জন্য কাজে দিতে পারে। এখন আমরা শুধু সেটিই আশা করে যেতে পারি। ভালো ক্রিকেট খেলতে হবে একসাথে, একটি ম্যাচে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post