নিজস্ব প্রতিবেদকঃ প্রায় ৬ বছর পর আবার বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। সফরে বিশ্বকাপ সুপার লিগের ৩ ওয়ানডের পাশাপাশি সমানসংখ্যক টি-টোয়েন্টিও খেলবে ইংলিশরা। ওয়ানডে ম্যাচ দিয়ে আগামী ১ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ। শেষ হবে ১৪ই মার্চ টি-টোয়েন্টি দিয়ে।
দুই সংস্করণে ইংলিশদের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এই দুই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের আম্পায়াররা পরিচালনা করবেন সিরিজগুলো। তবে টি-টোয়েন্টি সিরিজটি শুধুমাত্র দেশি আম্পায়ার দিয়ে পরিচালিত হবে।
বিসিবি জানায়, টি-টোয়েন্টি সিরিজে অনফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা সৈকত, তানভীর আহমেদ দুটি ও মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল একটি করে ম্যাচ পরিচালনা করবেন। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে এই চারজনই দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।
এদিকে ওয়ানডে সিরিজে অনফিল্ড আইসিসির আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কান রুচিরা পাল্লিয়াগুরুগে, তানভীর, সৈকত ও সোহেল। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মুকুল-সৈকতরাই। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ভারতীয় জাভাগাল শ্রীনাথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post