নিজস্ব প্রতিবেদকঃ অস্ট্রেলিয়ার অ্যাশলে রস এবার বাংলাদেশের স্থানীয় কোচদের উন্নয়নে আসছেন। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে ক্যাম্প করতে আসবেন তিনি। সোমবার বিসিবি সভা শেষে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
কোচিং ক্যারিয়ারের শুরুতে ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর ও ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন রস। তাকে নিয়োগের ব্যাপারে আজ ফাহিম বলেছেন, ‘লেভেল থ্রি কোর্সের জন্য অ্যাশলে রস নামের একজন অস্ট্রেলিয়ান আছেন। রস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ এইসব বিষয়ে। তার সাথে তার একজন সঙ্গী থাকবেন।’
ফাহিম আরও বলেন, ‘প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটা লেভেল থ্রি কোর্স কন্ডাক্ট করাব। ২০০৯ সালে একটা কোর্স এখানে হয়েছিল, বাট সেটা আইসিসি, এসিসির উদ্যোগে হয়েছিল। বাট এবার আমাদের উদ্যোগে একটা লেভেল থ্রি কোচিং কোর্স হবে যেখানে অস্ট্রেলিয়ান টিচার বা এডুকেটররা আসবেন এবং এই কোর্সটা কন্ডাক্ট করাবেন। এখানে আমাদের সবচাইতে সম্ভাবনাময়, হায়ার লেভেলে যারা কোচিংয়ে এখন অভ্যস্ত কিন্তু লেভেল থ্রি কোর্স যারা এখনো করতে পারেননি, তাদের জন্য এই কোর্সের আয়োজন হবে এবং এটাও খুব হাই-প্রোফাইল একটা প্রোগ্রাম হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/ডেস্ক/000
































