স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। আর সেখানে দলের সঙ্গী জাকের আলি অনিক। উইকেটরক্ষক এই ব্যাটার বিপিএলে পারফর্ম করে আলোচনায় এসেছিলে। ঘরোয়া লিগে তার সেই পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮ রানের ইনিংস দিয়ে সবার আলো কেড়ে নেন।
এবার একই আলো কাড়তে চান বিশ্বকাপের মঞ্চেও। দেশের জার্সিতে বিশ্বমঞ্চে বড় অবদান রাখতে চান হবিগঞ্জ থেকে উঠে আসা এই ক্রিকেটার। বাংলাদেশ নিজেদের অতীত ইতিহাসে যা করতে পারেনি, তেমন কিছুই এবারের বিশ্বকাপে করে আসতে চান বলে জানিয়েছেন জাকের।
বিসিবির এক ভিডিওতে জাকের আলি অনিক বলেন, ‘দল হিসেবে আমি চাইব, আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি, সেসব যেন এবার অর্জন করতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post