দেশের জার্সিতে খেলতে ফ্র্যাঞ্চাইজি লিগ ছাড়তে রাজি আন্দ্রে রাসেল

0
73

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারদের দিকে বড় অভিযোগ, দেশের হয়ে খেলতে তাদের অনীহা আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টাকার ঝনঝনানিতে তারা দেশের হয়ে খেলতে না করে দেন। যার ফলে দেশটির ক্রিকেটের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। যার সবশেষ উদাহরণ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলটির জায়গা করে নেওয়া।

দায়ভার গিয়ে পড়ে আন্দ্রে রাসেলের ওপর। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে রাসেলের চাহিদা আকাশচুম্বি। তাকে দলে ভেড়াতে কাড়াকাড়ি লাগে। রাসেলও খেলেন। তবে জাতীয় দলের খেলায় একেবারেই দেখা যায় না। তবে এসব নিয়ে ভিন্ন সুর রাসেলের কন্ঠে।

ক্যারিবিয়ান অলরাউন্ডার জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত আছেন তিনি সবসময়। এমনকি এর জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ ছাড়তেও রাজি তিনি। জাতীয় দলের আগামী দিনগুলোর সিরিজে খেলতে প্রস্তুত আছেন রাসেল। এমনকি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চান দেশের হয়ে।

এই প্রসঙ্গে রাসেল বলেন, ‘আমি প্রস্তত আছি খেলার জন্য, পরের বিশ্বকাপে দলের অংশ হতে চাই। ফলে দলে নেওয়া হলে এটা আমার জন্য বিশেষ কিছু হবে। আমি জানি কীভাবে কি হয়। আমি জানি, দেশের হয়ে খেলতে হয়তো কয়েকটি লিগের প্রস্তাব ফেরাতে হবে। সেটি করতে আমি ইচ্ছুক। বিশ্বকাপে খেলতে নিজের সেরা সুযোগটি নিতে চাই। যেখানেই অবদান রাখার সুযোগ আসুক না কেন, আমি করতে রাজি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here