স্পোর্টস ডেস্ক: ভুটান লজ্জায় নিমজ্জিত দেশের ফুটবল। আন্তর্জাতিক ফুটবল থেকে ‘নির্বাসিত’ বাংলাদেশের ফুটবলকে নতুন করে জাগাতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশের ফুটবলকে নতুন আলো দেখাতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফিফার সিনিয়র ডেভলপমেন্ট ম্যানেজার মাইক ফিস্টার বাংলাদেশের খসড়া উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে বলেন, ‘সবদেশেরই ফুটবলে বাজে সময় আসে এবং এটি কাটিয়ে উঠতে যথাযথ পরিকল্পনা নিতে হয়। বাংলাদেশ তাই করেছে এবং ফিফা বাংলাদেশের ফুটবলে নতুন দিন আনার জন্য সহযোগিতা করতে তৈরি।’
মাইক বাংলাদেশের সমস্যাটা ভালোভাবেই বুঝেছেন, ‘২০ বছর আগে আমি বাংলাদেশে ছিলাম। তখন মনে হয়েছিল বাংলাদেশের ফুটবল একটা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। আজ দুর্ভাগ্যজনকভাবে চিত্রটা ভিন্ন। কিন্তু আমি যতটুকু বাংলাদেশের ফুটবলকে জানি এখানে সম্ভাবনার কোনও কমতি নেই। আর ফুটবলের প্রতি তাদের ভালোবাসা তো রয়েছেই।’
তিনি আরও যোগ করেন, ‘আমি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফুটবলকে একটা কঠিন সময়ের মাঝেই দেখতে পাচ্ছি । একটি দেশের আন্তর্জাতিক অবস্থান প্রতিফলিত হয় ঘরোয়া ফুটবলের কী অবস্থা, সেটির ওপর। র্যাংকিং দিন দিন নেমে গিয়েছে। এই অবস্থায় ফিফা সাহায্য করতে সর্বদাই প্রস্তুত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটি/০০