স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে জিম্বাবুয়ে স্বপ্ন দেখতে শুরু করে সিরিজ জয়ের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ১০০ রানের বড় ব্যবধানে হেরে সেই স্বপ্নপূরণ বিলম্বিত হয়। রোডেশিয়ানরা অপেক্ষায় ছিল তৃতীয় ম্যাচের। কিন্তু তৃতীয়টিতেও জয় পায়নি তারা। হারারেতে বুধবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতেছে ভারত। ১৮২ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫৯ রানে থামিয়ে দিয়েছে তারা।
ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ওয়াশিংটন সুন্দর। বাঁহাতি স্পিনে ৪ ওভারে স্রেফ ১৫ রান দিয়ে তিন শিকার ধরেন তিনি। ম্যাচ শেষে এই অলরাউন্ডার বলেন, ‘দেশের জন্য খেলতে এবং পারফর্ম করতে সব সময়ই ভালো লাগে। গত দুই ম্যাচের তুলনায় এই ম্যাচের উইকেট কিছুটা ভালো ছিল। বোলাররা সামান্য হলেও সুযোগ পেয়েছেন। যেভাবে ম্যাচের শেষদিকে জিম্বাবুয়ের ব্যাটাররা খেলছিল বোলারদের ওপর একটু চাপ তৈরি হচ্ছিল। বিশেষ করে মায়ার্স এবং মাদান্দে শেষদিকে বেশ ভালো লড়াই দিয়েছে। তবে আশা রাখছি ভালো পারফরমেন্স করে ইতিবাচক ফল করেই সিরিজ শেষ করব আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post