নিজস্ব প্রতিবেদকঃ সাকিব আল হাসান নাকি রেকর্ড আল হাসান, বাংলাদেশের ক্রিকেটে এখন যেন সেটি বড় এক আলোচিত বিষয়। প্রায় প্রতিটি ম্যাচেই নতুন নতুন সব রেকর্ড গড়ছেন এই বাঁহাতি অলরাউন্ডার। টাইগারদের এই অলরাউন্ডার এবার নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন।
ইংল্যান্ডের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ দল। আর সেই জয়ে নতুন মাইলফলক সাকিবের। বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ জেতা ক্রিকেটার এখন সাকিব। দেশের এই পোস্টারবয় এখন পর্যন্ত জিতেছেন ৪২ ম্যাচে।
এর আগে এই রেকর্ড ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। তিনি ৪১ ম্যাচ জিতে সর্বোচ্চ স্থানটি দখল করে রেখেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে যৌথভাবে সেই রেকর্ডে ভাগ বসান সাকিব। এবার দ্বিতীয় ম্যাচ জিতে মাহমুদউল্লাহকে টপকে গেছেন তিনি। এককভাবে অবস্থান করছেন শীর্ষে।
শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয়, অধিনায়ক হিসেবে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ সংখ্যক জেতা ম্যাচ জেতা ক্রিকেটারের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এককভাবে। ১১ ম্যাচ জিতেছেন সব মিলিয়ে তিনি। সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজার ১০ ম্যাচ জেতার রেকর্ডকে গেছেন টপকে। যদিও অধিনায়ক হিসেবে ১৬ ম্যাচ জিতে সবার উপরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
উল্লেখ্য, রোববার ইংলিশদের বিপক্ষে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে টাইগাররা। প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর এক জয়ের সাথে রেকর্ডের উদযাপনটা বেশ ভালোই জমেছে সাকিবের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post