স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ হারানো টাইগাররা মঙ্গলবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কোচিং স্টাফ ও দলের সদস্যরা এসেছেন দেশে।
তবে সিনিয়র তিন ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম দেশে আসেননি। তাদের সঙ্গে দেশে আসেননি লিটন দাস ও তাইজুল ইসলামও। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে না ফেরা পাঁচ ক্রিকেটার ইংল্যান্ডে ছুটি কাটাবেন সপ্তাহ খানেক। এরপর নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তারা ঢাকায় ফিরবেন। সামনেই আছে আফগানিস্তান সিরিজ। ঘরের মাঠে আফগান সিরিজের প্রস্তুুতি শুরু হবে দিন দু’এক পরেই।
ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচ জিতে তামিমের দল। তৃতীয় ম্যাচেও জিতে টাইগাররা। তবে দুই ম্যাচেই দারুণ লড়াই করে পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নির দল।
বিদেশের মাঠে, বিপরীত কন্ডশনে টাইগাররা কেমন খেলে, আইরিশদের বিপক্ষে কতটুকু লড়াই করে সেটা দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। শান্তর সেঞ্চুরি, তামিমের হাফ সেঞ্চুরিতে দুই ম্যাচই বাংলাদেশ জিতেছে। সাথে দুর্দান্ত রূপে মুস্তাফিজের ফেরা সব মিলিয়ে দারুণ সিরিজ শেষ করে দেশে আসলো টাইগাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post