দেশে এসে ইংল্যান্ডের বিমান ধরবেন মুস্তাফিজ, রাতে যাচ্ছেন লিটন

0
63

নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গেছে বাংলাদেশ দল। দুই ভাগে ভাগ হয়ে দল গেলেও, এখনও তিন ক্রিকেটার দলের সাথে যোগ দিতে পারেননি। সেই তিন ক্রিকেটারের একজন হলেন মুস্তাফিজুর রহমান।

টাইগারদের এই তারকা পেসার দলের সাথে যোগ দেবেন দেরীতে। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন মুস্তাফিজ। মঙ্গলবার ম্যাচ রয়েছে তার দল দিল্লি ক্যাপিটালসের। আর সেই ম্যাচ শেষে সরাসরি মুস্তাফিজের ভারত থেকে ইংল্যান্ডে উড়াল দেওয়ার গুঞ্জন ছিল।

তবে সেটা হচ্ছে না। মুস্তাফিজ বাংলাদেশে আসছেন মঙ্গলবারের ম্যাচ শেষ করেই। এরপর ঢাকা থেকেই উড়াল দেবেন ইংল্যান্ডে। আগামী ৪ মে বৃহস্পতিবার বাংলাদেশ থেকে রওনা দেবেন তিনি। আগামী ৫ মে চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে সেই মুস্তাফিজের সেই ম্যাচে খেলার সম্ভাবনা ক্ষীণ বলাই যায়।

এদিকে আজ রাতেই লিটন দাস উড়াল দিচ্ছেন ইংল্যান্ডে। মধ্যরাতে ফ্লাইট রয়েছে এই তারকার। মূলত আইপিএল থেকে নির্ধারিত সময় আগেই চলে এসেছেন তিনি। যার ফলে ঢাকা থেকে বিলেতের বিমানে উঠছেন।

আগামি ৯ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১২ মে দ্বিতীয় ও সবশেষ ১৪ মে তৃতীয় এবং শেষ ওয়ানডে খেলবে দুই দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here