দেশে ফিরছেন রাজা, খালেদ-জয়

0
28

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ টি-২০ দল সমুদ্র পথে ম্যাচ ভেন্যুতে পৌঁছেছে। ওয়ানডে ও টি-২০ স্কোয়াডের বাইরে থাকা টেস্ট স্কোয়াডের তিন ক্রিকেটার ফিরে আসছেন দেশে। তরুণ পেসার রেজাউর রহমান রাজা ‘অভিজ্ঞতা’ সফর করেই ফিরছেন ঢাকায়। বেশ কয়েক সিরিজ থেকে জাতীয় দলের স্কোয়াডে থাকলেও এখনো মাঠে নামা হয়নি এই পেসারের।

রাজার সঙ্গে দেশে ফিরছেন টেস্ট স্কোয়াডের আরেক পেসার সৈয়দ খালেদ আহমদ ও ওপেনার মাহমুদুল হাসান জয়। ইতিমধ্যে তারা ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকার বিমানে উঠেছেন। শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা তাদের। কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তারা বিকেল ৫টায় ঢাকায় আসবেন।

বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০ ব্যবধানে হেরেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুই ম্যাচেই টাইগাররা হারিয়েছে পয়েন্ট। এবার স্বাগতিকদের বিপক্ষে টি-২০ সিরিজ শুরুর পালা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শেষ হবে ৭ জুলাই। ২ জুলাই শনিবার প্রথম টি-২০’র পরদিন ৩ জুলাই দ্বিতীয় টি-২০ ও ৭ জুলাই সিরিজের শেষ টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে। এরপরই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here