স্পোর্টস ডেস্কঃ টানা দুই টেস্টে ভারতের কাছে পাত্তায়ই পেল না অস্ট্রেলিয়া। দুইটিতেই মাত্র তিন দিনে দেখেছে হার। সফরকারীদের ব্যর্থতায় সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এর মাঝেই নতুন সংবাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন অধিনায়ক প্যাট কামিন্স। পারিবারিক কারণে দেশের বিমান ধরেছেনে এই তারকা পেসার। বিস্তারিত কিছু জানানো না হলেও, পরিবারের কারো স্বাস্থ্যগত কারণ বলা হচ্ছে। জানা গেছে, তবে আবার ফিরে আসবেন তৃতীয় টেস্ট শুরুর আগেই।
ইন্দোরে আগামী ১ মার্চ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। বাঁচা-মরার ম্যাচ এটি অজিদের জন্য। যদি এই ম্যাচের আগে কামিন্স যোগ দিতে না পারেন, তাহলে অধিনায়কত্ব করতে দেখা যাবে স্টিভ স্মিথকে। এর আগে কামিন্সের অনুপস্থিতিতে তিনিই দায়িত্ব পালন করেছেন অধিনায়কের।
এদিকে ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। অ্যাকিলিসের ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচেও খেলা হয়নি তার। তবে সুসংসবাদ হলো ইনজুরি কাটিয়ে ফিরছেন ক্যামেরন গ্রিন। এছাড়া মিচেল স্টার্কও খেলার জন্য প্রস্তুত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post