স্পোর্টস ডেস্ক:: আলোচনার মধ্যেই ছিলেন। নিষিদ্ধ হওয়ার ফিরেছেন ক্লাবের অনুশীলনে। এরই মধ্যে পেলেন সুখবর। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি দ্বিতীয়বারের মতো জিতেছেন লরেয়া স্পোটর্সম্যান পুরস্কার।
মর্যাদার পুরস্কার জেতার খবর মেসি পেয়েছেন, যেদিন সৌদী থেকে ফিরে পিএসজির অনুশীলনে নেমেছেন। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদী আরবে যাওয়ায় সমালোচনার মধ্যে ছিলেন এই তারকা ফুটবলার।
লরেয়াস স্পোর্টসম্যান অফ দ্যা ইয়ার ২০২৩’র জন্য নির্বাচিত হয়েছেন ক্যারিয়ারে সব ট্রফির মালিক লিওনেল মেসি। ক্লাব ফুটবলের কোনো শিরোপারই থাকেনি তার হাতের স্পর্শের বাইরে। বাকী ছিলো কেবল বিশ্বকাপের ট্রফি। কাতার বিশ্বকাপে গত বছরের শেষ দিকে সেই অধরা ট্রফিও উঁচিয়ে ধরেছেন তিনি।
বিশ্ব ফুটবলের এই মহা তারকার মুকুটে যোগ হলো আরো একটি পুরস্কার। এর আগেও মেসি এই পুরস্কার জিতে ছিলেন একবার। এবার জিতলেন দ্বিতীয়বারের মতো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post