নিজস্ব প্রতিবেদক:: শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালে ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। ২-১ ব্যবধানের সেই সিরিজই লঙ্কানদের বিপক্ষে একমাত্র সিরিজ জয় বাংলাদেশের।
এবার দ্বিতীয়বারের মতো সিরিজ জয়ের অপেক্ষায় টাইগাররা। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ লিড নিয়েছে বাংলাদেশ। হাতে থাকা দুই ম্যাচের একটি ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে।
তবে বাংলাদেশ অপেক্ষা বাড়াতে চাইছে না। এক ম্যাচ হাতে রেখেই আজ শুক্রবার সিরিজ জয় নিশ্চিত করতে চায়। সাগরিকায় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন আসতে পারে।
টি-২০ সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা রিশাদ হোসেন একাদশে জায়গা পেতে পারেন। প্রথম ওয়ানডের একাদশে থাকা তাইজুল খুব একটা সুবিধা করতে পারেননি্য। তার পরিবর্তে রিশাদকে দেখা যেতে পারে।
রিজ জয় নিয়ে তাসকিন আহমদ বলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন একটা তো জিতে গেলাম। আরও দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।’
সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশের লক্ষ্য জানিয়ে এই পেসার বলেন, ‘শুক্রবার জিতে সিরিজ নিশ্চিত করতে পারলে তারপর লঙ্কানদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনা করবো। তাই দ্বিতীয় ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, সিরিজ জিতবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/.ডেস্ক/০০
Discussion about this post