স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে শতভাগ জয়ের ধারা ধরে রাখল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারাল ইংলিশ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে গোল পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল সিটিকে। তবে সেই লিডও স্থায়ী হয়েছে মাত্র ৪ মিনিট। এমন সময়ে ত্রাতার ভূমিকায় আবারও আর্লিং হালান্ড। পেনাল্টি থেকে লিড এনে দেয়ার পর শেষ মুহূর্তে বাড়িয়েছেন ব্যবধানও। আর তাতে চ্যাম্পিয়ন্স লিগে দাপট অব্যাহত রেখেছে পেপ গার্দিওলার দল।
ইয়াং বয়েজের মাঠে এই ম্যাচের সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। সিটিকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার মানুয়েল আকনজি। এরপর গোল করে সমতা আনেন মেশাক ইলিয়া। তবে শেষদিকে জোড়া গোল করে সিটির জয় নিশ্চিত করেন হালান্ড। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে সিটিজেনরা। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গ্রুপের অন্য দল আরবি লাইপজিগ। ইয়াং বয়েজ ও বেলগ্রেডের ১ পয়েন্ট করে।
আকনজির গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পেয়ে যায় সিটি। রদ্রির ক্রসে রুবেন দিয়াসের হেড গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান সুইস ডিফেন্ডার আকনজি। তবে গোলের ৪ মিনিট পরেই সমতা ফেরায় ইয়াং বয়েজ। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সের বাইরে থেকে লব শটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ইলিয়া।
ম্যাচের ৬৫ মিনিটে রদ্রিকে বক্সের মধ্যে ফাউল করেন ইয়াং বয়েজের ডিফেন্ডার। তাতে পেনাল্টি পেয়ে যায় সিটি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। ৭৪ মিনিটে একবার জালে বল জড়িয়েছিলেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। তবে এর আগেই ফাউল হওয়ায় গোলটি বাতিল করা হয়। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে চমৎকার গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হালান্ড। বক্সে জায়গা বানিয়ে ডান পায়ের শটে ওপরের কোণা দিয়ে লক্ষ্যভেদ করেন নরওয়ের তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০