স্পোর্টস ডেস্ক:: টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপা ডাকছে আলকারাজকে। স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজকে ভাবা হচ্ছে রাফায়েল নাদালের উত্তরসূরী। টেনিসের কোর্টেও তিনি সেই প্রমাণ দিয়ে যাচ্ছেন। এবার টানা দ্বিতীয়বারের মতো উঠেছেন উইম্বলডনের ফাইনালে।
আলকারাজ রাশিয়ান দানিল মেদভেদেভকে হারিয়ে ফাইনালে উঠেছেন। মেদভেদেভের বিপক্ষে লড়াইয়ের শুরুতে হেরে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন আলকারাজ। জয়টা এসেছে ৩–১ সেটে। তবে প্রথম সেটে ৭-৬ (৭/১) ব্যবধানে হার দিয়ে শুরু করেন। তবে পরের দুই সেটে আর পাত্তা দেননি প্রতিপক্ষকে। ৬–৩, ৬–৪ ও ৬–৪ গেমে জিতে নিশ্চিত করেছেন উইম্বলডনের টানা দ্বিতীয় ফাইনাল।
দ্বিতীয় সেমিফাইনালে লরেনৎসো মোসেত্তির ও নোভাক জকোভিচের মধ্যকার জয়ীর সঙ্গে ফাইনাল খেলবেন আলকারাজ। টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে ওঠার প্রতিক্রিয়ায় আলকারাজ বলেছেন, ‘মনে হচ্ছে এখানে আমি আর নতুন নয়। আমি জানি ফাইনালের আগে অনুভূতি কেমন হয়। এ পরিস্থিতিতে আমি আগেও ছিলাম। আরও ভালো খেলার চেষ্টা করব। চেষ্টা করব সবকিছু যেন ঠিকঠাকভাবে এগোয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post