স্পোর্টস ডেস্কঃ চলছে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডের পর এবার দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে জুনিয়র টাইগাররা। পাকিস্তানের কাছে রীতিমতো পাত্তা পায়নি স্বাগতিকরা। বাংলাদেশ দলের হার ৭৮ রানের বড় ব্যবধানে। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাক শিবির।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের পুরোটা খেলেই ২৭১ রানে অলআউট হয় পাকিস্তানের যুবারা। দলটির ওপেনার আজান আওয়াইস ১০৫ রানের ইনিংস খেলেন। ১২৫ রানের ইনিংসটি সাজানো ১৫ বাউন্ডারির মারে। অধিনায়ক সাদ বাইগ খেলেন ৬৪ বলে ৫১ রানের ইনিংস।
বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন একাই ৪ উইকেট শিকার করেন। মাহফুজুর রহমান রাব্বি ৩ উইকেট লাভ করেন।
২৭২ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকে ছোট ছোট জুটির পর নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে। রানের চাকাও ধীর গতির থাকে দলের। শেষ পর্যন্ত ৪৭ ওভারে মাত্র ১৯৩ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের যুবাদের ইনিংস। ৬২ বলে ৫ বাউন্ডারিতে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ শিহাব জেমস। ৬১ বলে ৬ বাউন্ডারিতে ৪০ রানের ইনিংস খেলেন আদিল বিন আশিক।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইসমাইল ৩টি, আইমল, আসফান্দ ও মিনহাস ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post