স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মুখোমুখি লড়াইয়ে নামার অপেক্ষায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হওয়ার কথা ম্যাচ। তবে সেই ম্যাচের বাঁধা হয়ে দাড়িয়েছে বৃষ্টি।
ইংল্যান্ডের এসেক্সের আকাশে এখন ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এতে করে বিলম্বিত হচ্ছে ম্যাচের টস। ৩টা ১৫ মিনিটে টস হওয়ার কথা থাকলেও, আপাতত সেটি সম্ভব হচ্ছে না। বৃষ্টির কারণে সেই টস আরও দেরীতে হবে।
নির্ধারিত সময়ে টস না হওয়ায়, ম্যাচও শুরু হচ্ছে না নির্ধারিত ৩টা ৪৫ মিনিটে। ঠিক কতক্ষণ লাগবে শুরু হতে, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের শুরুর সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকার পাশাপাশি দিনের বাকিটা সময়ও আকাশ পরিষ্কার থাকবে না খুব একটা। থেমে থেমে বৃষ্টি হবে। যদিও আপাতত শুরু হওয়া নিয়েই সংশয়।
এর আগে প্রথম ম্যাচও বৃষ্টির বাঁধায় পড়েছিল। বাংলাদেশ ব্যাটিং করতে পারলেও, আয়ারল্যান্ড দল খেলতে পারেনি ২০ ওভারও। শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ায় অমীমাংসিত থেকে যায় দুই দলের লড়াই। এবার দ্বিতীয় ওয়ানডের পরিণতিও একই হবে কিনা, সেটি সময়ই বলে দিবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা