দ্বিতীয় ওয়ানডেতেও মিরাজকে নিয়ে শঙ্কা

0
36

নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ। সোমবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচেও অনিশ্চিত মেহেদি হাসান মিরাজ। এখন পর্যন্ত পুরোপুরি সেরে উঠতে না পারায় অনিশ্চিত এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে শুক্রবার ফুটবল খেলে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন মিরাজ। অনুশীলনের শুরুর দিকে হাসান মাহমুদের শটে বল লাগে তাঁর মুখে। সঙ্গে সঙ্গেই মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। ফলে খেলতে পারেন নি প্রথম ম্যাচে। প্রথম ওয়ানডের টসের সময় তামিম ইকবাল জানিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে পাওয়া যেতে পারে মিরাজকে।

তবে মিরাজকে নিয়ে এখনো শঙ্কা কাটে নি। আঘাত পাওয়ার মাঠ থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে সিটি স্ক‌্যান করানো হয়। সেখানে কিছু ধরা পড়েনি। পরবর্তীতে চোখের বিশেষজ্ঞ দেখানো হয়। সেখানে পরীক্ষায় দেখা যায় তার ডানপাশের চোখে রক্ত জমে ছিল। ধীরে ধীরে সেই রক্ত জমা কমছে। নিয়মিত ড্রপ দিতে হচ্ছে তাকে এবং সারাক্ষণ চোখে সানগ্লাস পড়ে থাকতে হচ্ছে।

এদিকে সিরিজের প্রথম ম্যাচে হেসেখেলেই জয় তুলে নেয় বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৮ রান তুলে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান টাইগারদের। জবাবে  মাত্র ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় তামিম-সাকিবরা। রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here