স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট আজ। এর আগে রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের স্মরণীয় জয় পায় টাইগাররা। এবার তাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। তবে প্রথম টেস্টের মত দ্বিতীয় ম্যাচের শুরুতে বাধা হয়েছে দাঁড়িয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়ার কথা সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না টস। রাওয়ালপিন্ডিতে বৃষ্টি নেমেছে।
ম্যাচের আগের দিন দুদলই বেরসিক বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি। এদিকে ম্যাচের দিক সকাল থেকেই বৃষ্টি বাগড়া দিয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর সাংবাদিক মোহাম্মদ ইসাম জানিয়েছেন, এখনও ইসলামাবাদের হোটেলে অবস্থান করছেন ক্রিকেটাররা। ম্যাচ অফিসিয়ালসদের সবুজ সংকেত পেলেই কেবল মাঠের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম দিনের খেলা হওয়া নিয়ে আছে শঙ্কা। কারণ পুরোদিনই বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে টেস্ট জিতলেও, জিম্বাবুয়ে ও উইন্ডিজ ছাড়া আর কোনো দলের সঙ্গে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এই তালিকায় এবার পাকিস্তানের নাম তোলার সুযোগ। সে লক্ষ্য অর্জনে পরাজয় এড়ালেই চলবে নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানদের। এর আগে ২৩ বছর অপেক্ষার পর অবশেষে পাকিস্তানকে টেস্টে হারায় বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের স্মরণীয় সে জয়ের পর এবার বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০