স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজ টেস্ট দল থেকে বাদ পড়লেন রেইমন রেইফার। এদিকে ডাক পেলেন কেভিন সিনক্লেয়ার। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়ে যেতে পারে এই অলরাউন্ডারের। ডোমিনিকায় রোহিত শর্মাদের বিপক্ষে লজ্জার হারের পর দ্বিতীয় টেস্টের দলে ডাক পড়েছেন সিনক্লেয়ারের।
২৩ বছর বয়সি সিনক্লেয়ারের জাতীয় দলে খেলা হয়ে গেছে ইতোমধ্যে। ক্যারিবিয়ান দলের হয়ে ৭টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে খেলার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বোলিং করেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার।
প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ খেলেন সিনক্লেয়ার। গত মে মাসে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ খেলেছেন তিনি। সিলেটে তিন ম্যাচেই ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন। তিন ম্যাচে ১৩ উইকেট শিকার করেন সিনক্লেয়ার। এছাড়া ব্যাট হাতে তাঁর ইনিংসগুলো ছিল যথাক্রমে- ৫৩*, ৩২, ৪ ও ৬০ রানের।
এদিকে বাদ পড়া ব্যাটিং অলরাউন্ডার রেইফার প্রথম ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ২ ও ১১ রান করেন। বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় টেস্টে না খেললেও অবশ্য দলের সঙ্গে থাকবেন তিনি। উইন্ডিজ ক্রিকেট এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের বিপক্ষে ত্রিনিদাদে আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য উইন্ডিজের ১৩ জনের দল-
ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মাইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), আলিক আথানাজে, তেজনারায়ণ চন্দ্রপল, রাহকিম কর্নওয়াল, জোশুয়া ডা’সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post