স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই একাদশ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। বেন স্টোকসের দল প্রথম টেস্টে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে। এদিকে দ্বিতীয় টেস্টে পরিবর্তন আসছে নিউজিল্যান্ড একাদশে।
আগামীকাল শুক্রবার ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। পরিবর্তন প্রসঙ্গে স্টোকস বলেন, ‘এটা শুধু দেখার বিষয় ছিল যে, বোলাররা কীভাবে খেলছে এবং তারা সবাই বেশ ভালো করেছে। তাই অপরিবর্তিত দল। এটা ভালো যে, আপনি সেরা একাদশে যাদের খেলাচ্ছেন তারা সবাই শতভাগ ফিট।’
এদিকে পরিবর্তন আসতে যাচ্ছে নিউজিল্যান্ড একাদশে। ম্যাচ আগের দিন সংবাদ সম্মেলনে এসে তা নিশ্চিত করেছেন কিউই অধিনায়ক টিম সাউদি। গত ম্যাচে ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এই ম্যাচে টিকে যাচ্ছেন তারা। ম্যাট হেনরি দ্বিতীয় টেস্টের একাদশে ফিরছেন।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও জিমি অ্যান্ডারসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post