স্পোর্টস ডেস্কঃ অবশেষে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সৌদ শাকিলকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ। সেঞ্চুরি হাঁকিয়ে স্ট্যাম্পড হয়ে ফেরেন এই বাঁহাতি। পিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে এসে এটি প্রথম সাফল্য টাইগারদের।
৯৫তম ওভারের শেষ বল অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেন মিরাজ। সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন শাকিল। টার্নে পরাস্ত হয়েছেন। বাকি কাজটি সেরেছেন উইকেটকিপার লিটন দাস। তাতে ভেঙেছে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে। তবে সেঞ্চুরি হাঁকানো মোহাম্মদ রিজওয়ান আছেন অপরাজিত।
এর আগে দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। এই সেশনে ৯৮ রান তুলেছে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছে ৪১ ওভার। যেখানে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৫৮ রান। বৃহস্পতিবার দিনের শুরু থেকে উইকেটের খোঁজে ছিল বাংলাদেশ। তবে শাকিল-রিজওয়ানের দারুণ ব্যাটিংয়ের জবাব দিতে পারেন নি টাইগার বোলাররা। দুই ব্যাটারই হাঁকান সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত দিনে ৫৪ ওভার বল করে শাকিলকে ফেরাতে পেরেছে বাংলাদেশ। ৯ চারে ২৬১ বলে ১৪১ রান করে ফেরেন শাকিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০