স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ টেস্ট উইকেট ক্লাবে স্ট্রুয়ার্ট ব্রড। আজ অ্যাশেজে এই কীর্তি গড়েন ইংলিশ পেসার। এর আগে এই কীর্তিতে নাম লেখানো প্রথম পেসার জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার অ্যাশেজের চতুর্থ টেস্টে ৬০০ উইকেট শিকারী পেসার হিসেবে নাম লেখান ব্রড।
ম্যানচেস্টারে আজ মাইলফলক থেকে ২ উইকেট দূরে ছিলেন ব্রড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পঞ্চম ওভারে উসমান খাজাকে এলবিডব্লিউ করে এক ধাপ এগিয়ে যান ৩৭ বছর বয়সী বোলার। চা-বিরতির পর প্রথম ওভারে ট্রাভিস হেডকে ফিরিয়ে পা রাখেন মাইলফলকে। গোটা স্টেডিয়ামের দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানায় ব্রডকে।
২০০৭ সালের ডিসেম্বরে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ব্রডের। এই বোলার এখন টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটের মালিক। আর মাত্র ২০টি উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন ৪ নম্বরে থাকা ভারতীয় লেগ স্পিন কিংবদন্তি অনিল কুম্বলেকে। ১৩২ টেস্টে ২৩৬ ইনিংসে ২৯.৬৫ গড়ে ৬১৯ উইকেট আছে কুম্বলের ঝুলিতে।
১৬৬ টেস্টের ৩০৬ ইনিংসে ২৭.৬০ গড়ে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ব্রড। তার আগে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন অ্যান্ডারসন। তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখানোর তিনি। ১৮২ টেস্ট খেলা অ্যান্ডারসন ২৬.২৫ গড়ে এই উইকেটগুলো শিকার করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post