দ্বিতীয় ম্যাচেও সুযোগ পেলেন না মুস্তাফিজ

0
84

স্পোর্টস ডেস্কঃ দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। গুজরাট টাইটান্সের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে তাঁকে একাদশে রাখে নি দিল্লি। জাতীয় দলের খেলা শেষে দলে যোগ দিয়েই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়া।

রভম্যান পাওয়েলের জায়গায় দলে জায়গা পেয়েছেন নরকিয়া। এছাড়া চেতন সাকারিয়ার জায়গায় অভিষেক হচ্ছে অভিষেক পোড়েলের। এই ম্যাচে টস হেরেছেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লিকে।

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রাইলি রুশো, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, খলিল আহমেদ ও অ্যানরিখ নরকিয়া।

গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুধারসন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, জোশুয়া লিটল, যশ দয়াল ও আলজারি জোসেফ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here