স্পোর্টস ডেস্কঃ তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দ্বিতীয় সারির দল নিয়ে ঢাকা আসবে কিউইরা। দলের নেতৃত্বে লকি ফার্গুসন। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপসরা।
আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচও হবে মিরপুরে। ওয়ানডের পর দু’দলের টেস্ট সিরিজ হবে আগামী ডিসেম্বরে। ঢাকায় ওয়ানডে খেলে দু’দল পাড়ি জমাবে ভারত সিরিজে। বিশ্বকাপ লড়াই শেষ করে আবার ঢাকায় আসবে কিউইরা।
ওয়ানডে দলে রাখা হয়নি টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ের মতো তারকাদের। বিশ্রাম দেয়া হয়েছে ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদেরও। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ডিন ফক্সক্রফট। গত মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এই ব্যাটারের।
২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগেই এমনই দল পাঠিয়েছিল নিউজিল্যান্ড। স্কোয়াড ঘোষণা বিষয়ে এনজেডসির নতুন প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেছেন, ‘আগামী এপ্রিলে পাকিস্তান সফরের আগ পর্যন্ত আমাদের ঠাসা সূচি রয়েছে। এ সময় বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টের ম্যাচ রয়েছে। তাই খেলোয়াড় এবং স্টাফদের সতেজ ও ভালোভাবে তৈরি করতে সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে।’
নিউজিল্যান্ডের ওয়ানডে দল:
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
Discussion about this post