স্পোর্টস ডেস্ক: লড়াই করে শেষ মুহুর্তে প্রথম টেস্টে হেরে গেছে বাংলাদেশ। এবার নামতে হবে দ্বিতীয় টেস্টে। লড়াইয়ে ফেরার আশায় দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছেণ নির্বাচকরা।
দ্বিতীয় টেস্টের ১৫ সদস্যের দলে বাদ পড়েছেন শফউল ইসলাম। দলে নতুন যোগ হয়েছেন অল রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাশীষ রায়।
চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টে (২০-২৪ অক্টোবর) জয়ের কাছাকাছি গিয়েও ২২ রানের আক্ষেপে পুড়ে টাইগাররা। মিরপুরে মুশফিকরা ঘুরে দাঁড়াবেন সেই আশাই করছেন বাংলাদেশের অগণিত ক্রিকেটপ্রেমীরা।
২৮ অক্টোবর শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে সকাল ১০টায়।
১৫ সদস্যের স্কোয়াডে যারা আছেন: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০