স্পোর্টস ডেস্ক:: ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন তিনি। তবে পূর্ণ ফিট না থাকায় দলের সঙ্গে যেতে পারেননি পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছিলো, পূর্ণ ফিট হলেই খেলতে পারবেন তিনি।
দল যখন অ্যান্টিগায় প্রথম টেস্টে খেলছে, ঢাকায় তখন টাইগার্স ক্যাম্পে যোগ দিয়ে নিজেকে প্রমাণে ব্যস্ত ছিলেন শরিফুল। প্রথম টেস্টে মোটামুটি ভাল বোলিং করে পেস ডিপার্টমেন্ট। তাই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যোগ দিতে বলা হয়েছে এই পেসারকে।
ঢাকায় নিজেকে ফিট প্রমাণ করার পরই বিসিবি দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যোগ করে শরিফুল। আজ রাতেই তিনি ক্যারিবিয়ানদের উদ্দেশ্যে দেশ ছাড়বে। বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে্
সেন্ট লুসিয়ায় স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন শরিফুল ইসলাম। তাকে স্কোয়াডে যোগ করার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে, ‘বাঁহাতি পেসার শরিফুল সেন্ট লূসিয়ার উদ্দেশ্যে আজ রাতে রওয়ানা হচ্ছেন।’
ব্যাটারদের ব্যর্থতায় দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই টেস্ট সিরিজটি। দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা। শুরুতেই টপঅর্ডারে ধ্বস নামছেন। যা ভাবিয়ে তুলেছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টকে।
বাংলাদেশ স্কোয়াড:: সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, নুরুল হাসান সোহান লিটস দান, মাহমুদুল হাসান জয়, তামিমই কবাল, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, রেজাউর রহমান রাজা, খালেদ আহমদ ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০