দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না শাহীন আফ্রিদি

0
20

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দুঃসংবাদ শুনল পাকিস্তান দল। এই ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা পেসার শাহীন আফ্রিদি। ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ক্রিকেটার।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হাঁটুর চোটে পড়েন আফ্রিদি। প্রথম ইনিংসে সব ঠিক থাকলেও, দ্বিতীয় ইনিংসে গিয়ে পান চোট। ফিল্ডিং করতে গিয়ে একটি ডাইভ দেন। আর সেখানে পাওয়া চোটে তাকে বরফ পেঁচিয়ে মাঠের বাইরে চলে যেতে দেখা যায়।

বাঁহাতি এই পেসার সেই ইনিংসে ৭ ওভারের বেশি বলই করতে পারেননি। ম্যাচ শেষে স্ক্যান করানো হয়। এরপর রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আফ্রিদির ব্যাপারে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি।

এর আগে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়া এক জয় দেখেছিল পাকিস্তান। যার ফলে ১-০’তে এগিয়ে আছে স্বাগতিকরা। আর সেই ম্যাচে প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানেই অলআউট করার পেছনে বড় ভূমিকা রাখেন আফ্রিদি। শিকার করেন ৪ উইকেট। যার ফলে তার অনুপস্থিতি কিছুটা হলেও, পাকিস্তানের ক্ষতির কারণ হতে পারে।

আফ্রিদির ইনজুরিতে সুযোগ মিলতে পারে হ্যারিস রউফের। এই পেসারকে দেখা যেতে পারে সিরিজের দ্বিতীয় টেস্টে। যেটি কিনা আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে। যা চলার কথা রয়েছে ২৮ জুলাই পর্যন্ত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here