স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে বাংলাদেশের স্পিন আক্রমণের বিপক্ষে ভালই ভুগেছে ইংল্যান্ড। তাদের ২০টি উইকেটের মধ্যে ১৯টিই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশের বিপক্ষে ইংলিশ স্পিনাররাও দারুণ সফল হয়েছেন।
চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম মিলে ইংলিশ ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছেন।
ঢাকায়ও স্পিন সহায়ক উইকেট হচ্ছে সেটা ভালই বুঝতে পারছে ইংলিশ শিবির। এমন পরিস্থিতিতে স্পিন অ্যাটাককে শক্তিশালী করতে ঢাকা টেস্টে চার স্পিনার খেলানোর পরাশর্ম দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মাইকেল আথারটন।
ইংল্যান্ড দলে স্পিনার জাফর আনসারিকে রাখার পক্ষে মত দিয়েছেন আথারটন। চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের পক্ষে স্পিন আক্রমণে ছিলেন মইন আলী, আদিল রশিদ ও গ্যারেথ ব্যাটি।
টাইগার স্পিনারদের মতো তারাও বল হাতে ভালো করেছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ভারত সফরে যাবে ইংল্যান্ড দল। আর এই সিরিজের আগে জাফর আনসারিকে পরখ করে নেয়াটা শ্রেয় হবে বলে মনে করেন আথারটন।
তিনি মনে করেন, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড চতুর্থ স্পিনার খেলাবে।কারণ ঢাকার উইকেটও চট্টগ্রামের মতো শুষ্ক হওয়ার সম্ভাবনা আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০