স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় সকাল ১০ টায় টেস্ট ক্রিকেট শুরু হয়। দিনে সাধারণত ৯০ ওভার খেলা হয়। ঢাকা টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে দিনের পুরো ওভার খেলা হয়নি। বাংলাদেশ ও ইংল্যান্ড মলিয়ে প্রথম দিনে খেলা হযেছে ৭৬.২ ওভার।
চা-বিরতির পরের ঘন্টায় যখন বৃষ্টি শুরু হয় ইংল্যান্ডের সংগ্রহ তখন ১২.৩ ওভারে তিন উইকেটে ৫০ রান। বৃষ্টি শুরুর পরপরই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
প্রথম দিন দুই ইনিংস মিলে হয়েছে ৭৬.২ ওভার। ওভার পুষিয়ে নিতে আগামীকাল শনবিার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা ৩০ মিনিট এগিয়ে শুরু করা হবে সকাল সাড়ে ৯টায়।
খেলার সময় এগিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সূত্র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০