স্পোর্টস ডেস্কঃ সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে বোলিং করবে নুরুল হাসান সোহানের দল। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
সিরিজে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ একাদশে এনেছে দুইটি পরিবর্তন। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ ও মেহেদি হাসান। এদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি জিম্বাবুয়ে।
বাংলাদেশঃ লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়েঃ রেজিস চাকাবভা, ক্রেগ এরভিন, ওয়েসলি মাধভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা ও তানাকা চিভাঙ্গা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০