দ্য হানড্রেডের পুরো আসর থেকেই নাম সরিয়ে নিলেন রশিদ খান

0
73

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্টের পর্দা উঠছে আজ, ১ আগস্ট থেকে। মঙ্গলবার শুরু হবে একশ বলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আসর শুরুর দিন কয়েক আগে বেশ কয়েকজন ক্রিকেটারের বিকল্প ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত যেসব ক্রিকেটার মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে যাবেন, তাদের বদলি ঘোষণা করা হয়।

এই ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার টুর্নামেন্ট শুরুর মাঝপথে দল ছেড়ে যাবেন বলে জানা গিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় দ্য হানড্রেডের পুরো মৌসুমে খেলতে পারবেন না তিনি। যার জন্য রশিদের বদলি নেয় ট্রেন্ট রকেটস। রশিদ যখন চল ছেড়ে যাবেন, তার পরিবর্তে দলে যোগ দেবেন নিউজিল্যান্ডের ইশ সোদি।

তবে এবার জানা গেল টুর্নামেন্টের মাঝপথে নয়, শুরু থেকেই খেলা হচ্ছে না রশিদের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে সোমবার, পুরো আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই তারকা। চোটের কারণ দেখিয়ে খেলবেন না তিনি। তবে ঠিক কী চোট, সেটি জানাননি রশিদ। নাম প্রত্যাহার করে নেওয়ায় শুরুর দিকে যে ৩ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, সেগুলোতেও আর খেলবেন না এই লেগ স্পিনার।

রশিদের পরিবর্তে প্রথম তিন ম্যাচের জন্য পাকিস্তানের বাঁহাতি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে ট্রেন্ট রকেটস। এবছর খেলতে না পারলেও, পরের বছর থেকে পুনরায় খেলার কথা জানিয়েছেন রশিদ খান।

এই প্রসঙ্গে রশিদ বলেন, ‘চোটের কারণে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নেয়ায় আমি হতাশ। প্রথম দুই আসরে খেলাটা দারুণ ব্যাপার ছিল। ট্রেন্ট রকেটস দারুণ একটা দল। আশা করি পরের বছর আবারও ফিরতে পারব।’

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে সরাসরি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়েছিলেন রশিদ। সেখানে তার দল এমআই নিউইয়র্ক ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে। গেল রোববারের ফাইনালে সিয়াটল অর্কাসকে হারিয়েছে নিউইয়র্ক। সেই ম্যাচে মাত্র ৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রশিদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here