স্পোর্টস ডেস্কঃ মঙ্গলবার থেকে শুরু হয়েছে দ্য হানড্রেডের এবারের আসর। গত রাতে প্রথম ম্যাচে মাঠে নামে ট্রেন্ট রকেটস ও সাউদার্ন ব্রেভস। নটিংহামের ট্রেন্ট ব্রিজের এই ম্যাচে দারুণ এক জয় পেয়েছে স্বাগতিক ট্রেন্ট। আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ১৩৩ রান করে ট্রেন্ট। জবাব দিতে নেমে ৯৯ বলে ১২৭ রানে অলআউট হয়ে যায় ব্রেভ। ৬ রানের জয়ে আসর শুরু করল লুইস জর্জির দল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ১৪ বলে ১৯ রান করে ওপেনিং জুটি হারায় ট্রেন্ট। ৬ বলে ৯ রান করে ফিরেন অ্যালেক্স হেলস। আরেক ওপেনার ডাভিদ মালানও ইনিংস বড় করতে পারেন নি। কোহলার ক্যাডমোর-কলিন মুনরোও এদিন ব্যাট হাতে ব্যর্থ। তবে একপ্রান্ত আগলে ব্যাট করেন সাম হেইন।
৩৯ বলে ২ ছক্কা ৬ চারে ৬৩ রান করেন হেইন। ইমাদ ওয়াসিম করেন ২৬ বলে ২৫ রান। ব্রেভের হয়ে বল হাতে ৩ উইকেট নেন ক্রিস জর্দান। ২ উইকেট নেন ক্রাইগ ওভারটন। রান তাড়ায় মন্থর শুরু করেন ব্রেভের ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। ২৭ বলে ২৮ রান করেন কনওয়ে।
১৫ বলে ১৬ রান আসে ফিনের ব্যাট থেকে। লিউস দু পুলি করেন ১৯ বলে ২৯ রান। জর্দান শেষদিকে ১১ বলে ২২ রান করলেও জয় পাওয়া হয় নি ব্রেভের। ট্রেন্টের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ড্যানিয়েল সামস ও লুইস জর্জি। ইমাদ ওয়াসিম নেন ২ উইকেট। দারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হেইন (৩৯ বলে ৬৩ রান)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০