স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের জমকালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলার আগ্রহ দেখিয়ে ড্রাফটে নাম দিয়েছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। এ তালিকায় ছিলেন সাকিব আল হাসান-তামিম ইকবালসহ আরও একাধিক বিদেশী তারকা। তবে ১৬ বাংলাদেশি ক্রিকেটারসহ ডেভিড ওয়ার্নার-বাবর আজমদের প্রতি কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।
পাকিস্তান থেকে দল পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি খেলবেন ওয়েলশ ফায়ারের হয়ে। আর বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলবেন উদীয়মান পেসার নাসিম। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজ খেলেবেন একসঙ্গে ম্যানচেস্টার অরিজিনালের হয়ে। এদিকে দল না পাওয়ার তালিকায় আছেন মার্ক উড, জেসন রয়, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিডদের মতো ক্রিকেটাররাও।
সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে জেসন রয়ের দল না পাওয়া। বর্তমান চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলের হয়ে সর্বশেষ মৌসুমে প্রতিটি ম্যাচ খেলা ইংল্যান্ড ওপেনারকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। সর্বশেষ মৌসুমে অবশ্য ভালো কিছু করতে পারেননি তিনি। এক ফিফটির বিপরীতে সর্বোচ্চ ৩ বার ডাক মেরেছিলেন। ডানহাতি রয় আসন্ন আইপিএল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম তুলে নিয়েছেন। এদিকে ড্রাফটে ৭৫ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। আগে তিনবার ড্রাফটে নাম দিয়েছিলেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার, তবে দল পাননি কোনোবারই। তামিম ও লিটনের ভিত্তি মূল্য ছিল ৬০ হাজার পাউন্ড, এ ছাড়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ৫০ হাজার পাউন্ড। বাকিরা ছিলেন ‘নো রিজার্ভ’ প্রাইস ক্যাটাগরিতে। এবারের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট শুরু আগামী ২৩ জুলাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post