স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে ম্যাচের ৭৯ সেকেন্ডে চমকপ্রদ এক গোলে দলকে এগিয়ে নেন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান বদলি নামা জার্মান পেজ্জেলা। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাইলফলক স্পর্শ করা মেসি জাতীয় দলের জার্সিতে টানা ৭ ম্যাচে জালের দেখা পেলেন। আজকের গোলটি তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারে দ্রুততম গোল। ১ মিনিট ১৯ সেকেন্ড যখন ম্যাচের বয়স, তখনই জাল কাঁপান সাবেক এই পিএসজি তারকা। জাতীয় দলের হয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন মেসি। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে গোল হলো ১০৩টি।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন জার্মান পেজ্জেলা। মেসির কর্নার কিক থেকে ৬৮ মিনিটে বল পেয়ে ক্রস করেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সেই ক্রসে হেডে বল জালে পাঠান বদলি হিসেবে মাঠে নামা পেজ্জেলা। এই ব্যবধান ধরে রেখেই জয় তুলে নেয় আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলই ৬ জন করে বদলি খেলোয়াড় নামায়। আকাশী-নীল জার্সিতে আজ অভিষেক হলো আলেসান্দ্রো গারনাচোর। নিকোলাস গনসালেসের পরিবর্তে মাঠে নামেন এই ম্যানচেস্টার ইউনাইটেড তরুণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post