স্পোর্টস ডেস্ক:: আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির মালিক। চলমান আইপিএলে সেরা ব্যাটারদের একজন। তার উপরে আছেন কেবল ফাফ ডু প্লেসিস। তাও মাত্র এক রান বেশি। প্রোটিয়া ফাফ ডু প্লেসিসের সংগ্রহ ৫৭৬ রান, যশস্বী জয়সওয়ালের ৫৭৫ রান। বিশ্বের বাঘা বাঘা বোলারদের শাসন করছেন, ব্যাট হাতে রীতিমতো উড়ছেন।
অথচ ক্রিকেট খেলার সময়টা তার কেটেছে নিদারুণ কষ্টে। রাতের পর রাত গোয়ালঘরে ঘুমিয়েছেন, ফুচকা বিক্রি করেছেন যোগাড় করেছেন অন্ন, কখনো ক্রিকেট মাঠে বল কুড়ানোর কাজও করেছেন। জীবন সংগ্রমে লড়াই করেই সফল হয়েছেন জয়সওয়াল।
গত রাতে কলকাতা নাইট রাইয়ার্সের বিপক্ষে রাজস্থানের এই আগামির তারকা যশস্বী জয়সওয়াল ১৩ বলে ফিফটি করেছেন। আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটি যা। খেলেছেন ৯৮ রানের ঝলমলে এক ইনিংস। পুরো আইপিএল জুড়ে দুর্দান্ত ব্যাট করে শাসন করছেন বিশ্বের সেরা বোলারদের। প্রশংসা কুড়াচ্ছেন রথি-মহারথিদের। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে সবাই সেরা বলছেন তাকে, করছেন প্রশংসা। গতকালের ম্যাচের পর কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ গত বেশ কিছু দিনের মধ্যে আমার দেখা সেরা ইনিংস।’
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জয়সওয়ালকে দুর্দান্ত উল্লেখ করে লিখেছেন, ‘দুর্দান্ত এক প্রতিভা জয়সওয়াল। সে প্রথম শ্রেণীর ক্রিকেটের ফর্মকে আইপিএলে নিয়ে এসেছে। সব সংস্করণের আদর্শ ক্রিকেটার। জয়সওয়াল ভারতীয় ক্রিকেটের এক দুর্দান্ত আবিস্কার, রাজস্থান রয়্যালসের জন্য তো বটেই।’
২০২০ সালে বার্তা সংস্থা এএফপি সাক্ষাৎকার নিয়েছিলো জয়সওয়ালের। সেখানেই তিনি জানিয়ে ছিলেন, গোয়ালঘরে থাকার গল্প, জীবন সংগ্রামের গল্প। তিনি বলে ছিলেন, ‘মুম্বাইতে আমি আমার চাচার বাড়িতে থাকতাম, রাতে একটা গোয়ালঘরে ঘুমাতাম। জায়গাটা ছিল খুবই ছোট ও সংকীর্ণ। খুবই অসুবিধা হতো। পরে আমার চাচা নতুন একটা জায়গায় থাকার ব্যবস্থা করে নিতে বলছিলেন।’
সাক্ষাৎকারে তিনি জানান, মুম্বাইয়ের বিখ্যাত আজাদ ময়দানের পাশে ছোট একটা কুড়ে ঘরে থাকার ব্যবস্থা হয় তার। খাবারে যোগানের জন্য শুরু করেন ফুচকা বিক্রি, মাঠে কুড়িয়েছেন বলও। সেই সময়ই ক্রিকেট কোচ জাওলা সিংকে খুঁজে পেয়ে ছিলেন জয়সওয়ালকে। তিনিই দায়িত্ব নিয়ে ছিলেন। এরপর থেকে আর পেছনে ফিরে থাকাতে হয়নি। আজ তিনি ভারতীয় ক্রিকেটের নতুন আবিস্কার।
জয়ওসাল কলকাতার বিপক্ষে দারুণ ইনিংস শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আমি সব সময়ই মাঠে নামলে ভালো খেলে দলকে জেতাতে চেষ্টা করি। সব সময়ই যে সবকিছু ঠিকঠাক হবে, ব্যাপারটা তা নয়, তবে আমি চেষ্টা করি। চেষ্টার কোনো ত্রুটি করি না। আমি ম্যাচের শেষ বল পর্যন্ত লড়ে যাই।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post