দ্রুততম ফিফটির রেকর্ড নিয়ে ভালো লাগা আছে লিটনের

0
73

নিজস্ব প্রতিবেদকঃ দেশের হয়ে মোহাম্মদ আশরাফুলের (২০ বলে ফিফটি) দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে লিটন দাস ১৮ বলে ফিফটি করেছেন। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড স্পর্শ করেন এই ওপেনার। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নিয়ে ভেঙে দিয়েছেন ১৬ বছর আগের রেকর্ড।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। তবে দ্রুততম ফিফটির রেকর্ডের চেয়ে তাড়াহুড়ো করে সেঞ্চুরি মিসের আক্ষেপের কথা বলেছেন লিটন। জানিয়েছেন ভালো লাগাও আছে তাঁর।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘রেকর্ড গড়ে ভালো লাগছে। তবে আমি রেকর্ডের কথা ভাবি না। বরং মিডল ওভারে যখন স্পিন ধরছিল তখন তাড়াহুড়ো করেছি। পেসারদের আরেকটু বেশি খেললে ৮৩ রানটা ১০০ হতে পারতো। তবে ভালো লাগা কাজ করছে (ফিফটির রেকর্ডে)… ১০০ করতে পারলে খুব ভালো লাগত।’

এদিকে দলের খেলায় তৃপ্তি পাচ্ছেন লিটন। তিনি বলেন, ‘জেতার জন্যই তো মাঠে নামি আমরা সবসময়। যেভাবে জিতেছি অবশ্যই… আমরা যে চিন্তাভাবনা করছিলাম, যেভাবে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম, যেই ব্র্যান্ড অব ক্রিকেট, আমার মনে হয় শেষ দুই ম্যাচ আমরা ওভাবে ভালোই খেলেছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here