স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ক্রিকেটে দ্রুততম সময়ে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির সংখ্যা ২০০টি হলো। ভারতের শুবমান গিল বাংলাদেশের বিপক্ষে ২০০তম সেঞ্চুরিটি করেছেন। এর আগে টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা দ্রুততম সময়ে দুইশো সেঞ্চুরি দেখেছিলো।
টেস্ট অভিষেকের ৩০ বছর পর ২০১২ সালে নিজেদের ২১৭তম টেস্টে এসে নিজেদের বিপক্ষে প্রতিপক্ষের ২০০টি সেঞ্চুরি দেখেছিলো শ্রীলঙ্কা। বাংলাদেশ সেই রেকর্ড গড়েছে ২৪ বছরেরও কম সময়ে। মাত্র ১৪৫ টেস্ট খেলেই।
চেন্নাই টেস্টে শুবমান গিলের সেঞ্চুরিটি বাংলাদেশের বিপক্ষে ২০০তম সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির শুরুটা করেছিলেন জিম্বাবুয়ের ব্যাটার গাই হুইটাল। ২০০১ সালে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টে বুলাওয়েতে তিনিই বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি করে ছিলেন।
প্রথম সেঞ্চুরির ১১ বছর পর চট্টগ্রামে বাংলাদেশ দেখে শততম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে শততম টেস্ট সেঞ্চুরি করেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। ১৩ বছর পর এবার বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির ডাবল সেঞ্চুরি করলেন শুবমান গিল।
বাংলাদেশ ২০০তম সেঞ্চুরি দেখলো ১৪৫তম টেস্টে। যা টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির ডাবল সেঞ্চুরি। এর আগে ২০০ সেঞ্চুরির ভুক্তভোগী হতে সবচেয়ে কম খেলার রেকর্ড ছিলো ক্যারিবিয়ানদের, ২০৮ টেস্ট ওয়েস্ট ইন্ডিজের দেখে ছিলো নিজেদের বিপক্ষে টেস্টের ২০০টি সেঞ্চুরি।
১১৯ রান করে অপরাজিত থেকেছেন গিল। ভারত ৪ উইকেটে ১৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ফেলায় নিজের শতকের ইনিংসটি বড় করতে পারেননি গিল। ১৭৬ বলে দশ চার ও চার ছক্কায় বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির ‘ডাবল’ সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০