স্পোর্টস ডেস্ক:: নুরুল হাসান সোহানদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে দ্রুত গতিতে রান তুলছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের খুব একটা সুযোগ না দিয়ে স্কোর বড় করছে দলটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে শতরান পেরিয়ে গেছে।১৫ ওভারে তিন উইকেটে তাদের সংগ্রহ ১২৮ রান। ১৪ রানে সিকান্দার রাজা ও ৪৪ রানে ওয়েসলে মাধেভেলে অপরাজিত আছেন।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্রেইগ আরভিন। উদ্বোধনী জুটিতে খুব বড় সংগ্রহ পায়নি দলটি। ১৫ রানেই ফিরে যান ৮ রান করা ওপেনার চাকাবা। দলীয় ৪৩ রানে দ্বিতীয় উইকেটে অধিনায়ক আরভিনকে ফেরান মোসাদ্দেক। দুই চারে ১৮ বলে ২১ রান করেন তিনি।
দলীয় শতরানের আগে তৃতীয় উইকেটটি হারায় স্বাগতিকরা। ৯৯ রানে ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে ৩৩ রান করা শেন উইলিয়ামসনকে ফেরান মোসাদ্দেক।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মুস্তাফিজ ২টি ও মোসাদ্দেক ১টি উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০