স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটার ইয়াসির শাহ টেস্ট ক্রিকেটে দ্রুত ১০০ উইকেটের রেকর্ডের খাতায় নাম লেখালেন। নিজের ১৭তম টেস্ট ম্যাচে এমন কীর্তি গড়েন ত্রিশ বছর বয়সী এ লেগস্পিনার।
৯৫ উইকেট নিযে দুবাইয়ে ক্যারবীয়ানদের বিপক্ষে মাঠে নামেন তিনি। ডে-নাইট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান পাকিস্তানের ‘স্পিন অস্ত্র’।
টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ১০০টি টেস্ট উইকেটের রেকর্ডটি এখনো প্রয়াত সাবেক ইংলিশ পেসার জর্জ লোহম্যানের দখলেই। ক্যারিয়ারের ১৬তম টেস্টে তিনি উইকেট সংগ্রহে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেছিলেন।
ইয়াসিরের আগে সমান ১৭টি টেস্ট খেলে একশ’ উইকেট তালিকায় রয়েছেন আরো তিনজন। এরা হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ান চার্লি টার্নার, ইংল্যান্ডের সিডনি বার্নাস ও টার্নারের স্বদেশী চার্লি গ্রিমেত। তিনজনের কেউই বেঁচে নেই। লোহম্যান সহ প্রথম দু’জন ছিলেন ডানহাতি পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০