স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে জায়গা ধরে রেখেছেন উঠতি তারকা ডেভিড বেডিংহাম। গত ফেব্রুয়ারিতে সবশেষ খেলা টেস্টের দল থেকে মাত্র ৩ জন আছেন ক্যারিবিয়ান সফরে।
ত্রিনিদাদে আগামী ৭ অগাস্ট শুরু হবে উইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। পরে গায়ানায় ১৫ তারিখ থেকে শেষ ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত ৭ নম্বরে রয়েছে প্রোটিয়ারা। উইন্ডিজ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে সিরিজ বাকি তাদের।
এদিকে ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলে দীর্ঘদিন পর আবার ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন। মার্কো জানসেন ও আনরিখ নরকিয়ার অনুপস্থিতিতে পেস বিভাগে রেখে দেওয়া হয়েছে ৩৫ বছর বয়সী ডিন প্যাটারসনকে। আর কেশভ মহারাজের সঙ্গে স্পিন বিভাগের শক্তি বাড়াবেন ডিন পিট। দলে নতুন মুখ এরই মধ্যে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলা ম্যাথু ব্রিটস্কি। ব্যাটিং লাইনআপে ব্যাকআপ হিসেবেই মূলত নেওয়া হয়েছে তাঁকে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া, টোনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেল্টন ও কাইল ভেরেইনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post