দ. আফ্রিকা-বাংলাদেশ ম্যাচে নেই ফখর

0
111

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার কঠিন সমীকরণ মাথায় নিয়ে সিডনিতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সে ম্যাচের আগে দলটি পেয়েছে বড় দুঃসংবাদ। হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ দলটি তারকা ব্যাটসম্যান ফখর জামানের। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

হাঁটুর চোট নিয়েই বিশ্বকাপে খেলতে যান ফখর। তবে পুরোপুরি চোট না সারায় খেলতে পারেন নি প্রথম ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে চোট বেড়ে যায় তার। বৃহস্পতিবার ম্যাচের আগের পিসিবি জানায় দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ম্যাচে খেলতে পারবেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।

ফখরের চোট প্রসঙ্গে পাকিস্তান দলের চিকিৎসক নাজিবউল্লাহ সুমরো বলেন, ‘হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে বেশ সময় লাগে। ফখর এ ব্যাপারে অবগত। দলও ঝুঁকি হিসেবে দেখছে। মনে হয় না ওকে আর বিশ্বকাপে দেখা যাবে।’

প্রাথমিকভাবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না ফখর। উসমান কাদির আঙুলে চোট পাওয়ায় তাঁর বদলে রিজার্ভ তালিকা থেকে মূল স্কোয়াডে ঢুকে পড়েন তিনি। উসমানকে চলে যেতে হয় রিজার্ভ তালিকায়। এবার ফখর নিজে ছিটকে গেলেন টুর্নামেন্টের বাইরে। ফখর এশিয়া কাপের সময়েই হাঁটুতে চোট পেয়েছিলেন।

আজ প্রোটিয়াদের বিপক্ষে জিতলেও সেমিফাইনালে ওঠা সহজ নয় পাকিস্তানের জন্য। বাবর আজমের দলকে দক্ষিণ আফ্রিকা ও পরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here